মাতৃ দিবসে ছোট্ট মেয়ের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। তাতে দেখা যাচ্ছিল, মেয়ের ঠোঁটে চুমু খাচ্ছেন মা। আর এতেই সোশ্যাল মিডিয়া রীতিমত ট্রোল করল ঐশ্বর্যা রাই বচ্চনকে। কারণ জানলে থ হয়ে যাবেন, তাদের বক্তব্য, ঠোঁটে চুমু খেয়ে ঐশ্বর্যা যৌন নির্যাতন করছেন তাঁর মেয়েকে।
LOVE YOU UNCONDITIONALLY????????????✨Happiest Mama in the World ????
A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on May 13, 2018 at 9:57am PDT
মাতৃ দিবসে মেয়ে আরাধ্যার সঙ্গে এই ছবিটি পোস্ট করেন অ্যাশ। লিখেছিলেন, নিঃশর্তভাবে ভালবাসি তোমাকে, বিশ্বের সুখীতম মা। তাঁর অনুরাগী সহ বহু সাধারণ মানুষ ছবিটি দেখে আপ্লুত হলেও কিছু লোকের এতেও ভুরু কুঁচকেছে। তাদের বক্তব্য, মেয়ের ঠোঁটে চুমু খাওয়া অদ্ভুত ব্যাপার, ঐশ্বর্যা সম্ভবত সমকামী। মেয়েকে আসলে যৌন নির্যাতন করছেন তিনি।
No comments:
Post a Comment