Download all types of ebooks in pdf for free

Tuesday, 29 May 2018

টুথপেস্টের গায়ে এই রঙিন চিহ্নের মানে জানেন?

টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে আপনার দাঁত অবশ্যই ঝকঝকে হবে। টেলিভিশনের দৌলতে আমাদের নানা রকমের টুথপেস্টের সঙ্গেই পরিচয় রয়েছে। পছন্দমত এক একজন এক একরকমের টুথপেস্টের ব্যবহার করেন৷
কিন্তু টুথপেস্ট ব্যবহার করলেও কখনও কি টুথপেস্ট টিউবের নিচের অংশে কিউব আকৃতির রঙিন চৌকো অংশটি খেয়াল করেছেন? এক একটি টুথপেস্টে এক এক রংয়ের থাকে এটি৷
আমাদের কারও লাল, নীল, সবুজ, কালো রঙের এই ছোট্ট বাক্সটিকে নিয়ে হয়তো কোনও মাথাব্যাথা নেই। কিন্তু এগুলির পিছনেও রয়েছে একটি কারণ। রয়েছে আলাদা আলাদা অর্থ। রং ভেদে পেস্টগুলির আলাদা আলাদা মানে আছে৷
সবুজ: যেসমস্ত পেস্ট তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, তার জন্য সবুজ রংয়ের কিউব দেওয়া থাকে।
নীল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু কিছু ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়৷
লাল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।
কালো: এই টুথপেস্ট তৈরি করতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়৷
আপনার টুথপেস্টের চৌকো বক্সটি কোন রংয়ের? মিলিয়ে নিন উপরের তথ্য দেখে৷

No comments: